সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ফিলিপাইনের রাজধানীতে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাড়িঘর থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত দুই জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
মারিকিনা নদীর তীর ভেঙে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয় এক রাতের বৃষ্টিতে। এরপরেই রাজধানী ম্যানিলা এবং আশেপাশের প্রদেশগুলোতে স্কুল এবং সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে নদীর তীরে বসবাসকারী ২৩ হাজারের বেশি মানুষকে। মেট্রোপলিটন এলাকার কুইজন এবং ক্যালোকান শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও ২৫ হাজার মানুষকে। সাধারণত এই মানুষগুলো নিচু এলাকার বাসিন্দা। মারিকিনা উদ্ধার অফিসের উইলমার ট্যান জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে নদীর উচ্চতা ১৮ মিটারে (৫৯ ফুট) পৌঁছেছে।
জরুরি অপারেশন সেন্টারের সহকারী তত্ত্বাবধায়ক জন পল নিয়েটস বলেন, ক্যালুকানে একটি সেতু পার হওয়ার চেষ্টা করার সময় একজন বয়স্ক মহিলা এবং তার গাড়িচালক খালের পানিতে ভেসে গেছে। তাদের গাড়িটি গতরাতে উদ্ধার করা হয়েছে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাদের কাউকে। গাড়িটির জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, তারা হয়ত গাড়ি থেকে বের হতে সক্ষম হয়েছে।
বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে মঙ্গলবার সকাল থেকে। তবে হাজার হাজার মানুষ এখনো তাদের বাড়ি-ঘরে ফিরে যেতে পারেনি। এছাড়া চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে মধ্য ও দক্ষিণ ফিলিপাইনে কমপক্ষে তিনজন নিহত এবং সাতজন নিখোঁজ রয়েছে। সূত্র: খালিজ টাইমস।