সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চীনের সাংহাই শহরে অনলাইন কেনাকাটায় আসক্ত হয়ে এক নারী আলাদা একটি ফ্ল্যাট কিনেছেন শুধুমাত্র পার্সেল রাখার জন্য। ভারতের একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ৬৬ বছর বয়সী ওয়াং নামের এই নারী একা বসবাস করেন। মেয়ে থাকেন অন্য শহরে, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগও প্রায় নেই। একাকীত্ব থেকেই শুরু হয় তাঁর অনলাইন কেনাকাটার অভ্যাস, যা সময়ের সঙ্গে পরিণত হয় নেশায়।
প্রথমে নিজের বাড়ির প্রতিটি ঘরে জমতে থাকে অর্ডার করা সামগ্রীর প্যাকেট। পরে নিচতলার গ্যারেজ পর্যন্ত ভরে যায় বাক্সে। একসময় জায়গার সংকট এমন পর্যায়ে পৌঁছে যায় যে আর পা রাখার জায়গা পর্যন্ত অবশিষ্ট থাকে না। শেষমেশ উপায় না দেখে, বাড়ির পাশেই আরেকটি ফ্ল্যাট কিনে ফেলেন ওয়াং, শুধুমাত্র সেসব পণ্য রাখার জন্য।
জানা গেছে, একসময় শহরের কেন্দ্রে বড় একটি ফ্ল্যাটে থাকতেন ওয়াং। পরে তা বিক্রি করে শহরতলির অপেক্ষাকৃত ছোট ও সাশ্রয়ী বাড়িতে ওঠেন। বিপুল সম্পদের মালিক এই নারী কীভাবে টাকা খরচ করবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন। পাশাপাশি আশপাশের কেউ যেন ধার না চায়—এমন ভাবনাও ছিল তাঁর। ফলে নিজের মতো করে সমাধান খুঁজে নেন—পণ্য কেনা।
খাবারদাবার, প্রসাধনী থেকে শুরু করে সোনার গয়নাও ছিল তাঁর কেনাকাটার তালিকায়। দিনে এত পার্সেল আসত যে অনেক সময় সেগুলো খোলারও সুযোগ পেতেন না। ফলে বাক্সের পর বাক্স জমে একসময় পাহাড়ে রূপ নেয়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওয়াং এ পর্যন্ত প্রায় ২০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) ব্যয় করেছেন অনলাইন কেনাকাটায়।
সূত্র: টাইমস নাউ, ইন্ডিয়া টুডে