সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে ইউরোপের দল নেদারল্যান্ডস। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আগামী ৬ আগস্ট ঢাকায় শুরু হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। এরপর ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফরা দলের সঙ্গে যোগ দেবেন। এরপর শুরু হবে মূল স্কিল ট্রেনিং, যা স্থানান্তরিত হবে সিলেটে। সেখানে কয়েকদিন অনুশীলনের পর মাঠে গড়াবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।
এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ব্যাটিং সহায়ক কন্ডিশন বিরাজ করে। সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটকে আদর্শ প্রস্তুতি ভেন্যু হিসেবে দেখছে বিসিবি।
এ প্রসঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বলেন,’আমরা তো বিদেশের মতো উইকেট তৈরি করতে পারি না। তবে আমাদের দেশে সম্ভাব্য সেরা ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় রান দরকার হয়, তাই আমরা এমন উইকেটেই খেলতে চাই যেখানে ১৭০-১৮০ এমনকি ২০০ রানও হতে পারে।
সম্প্রতি মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটার ও কোচদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাকিস্তানের কোচ মাইক হেসন এবং বাংলাদেশ দলের লিটন দাসও উইকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাই বিকল্প ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নিয়েছে বিসিবি।