বিশ্বকাপে নারী দলের কোচিং প্যানেলে থাকছেন আলমগীর কবির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটির আগে অফিসিয়াল দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে টাইগ্রেসরা।

গেল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।

তবে নিয়মিত অনুশীলন ম্যাচ কিংবা ক্যাম্প চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। শুরুতে সিলেটে ক্যাম্প করার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। আগামী আগস্টের ৮ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আবার ক্যাম্প রয়েছে নারী দলের। এরপর নিজেদের মধ্যে ম্যাচও খেলবে জ্যোতিরা।

নারী দলের সঙ্গে রয়েছেন সকল কোচিং স্টাফরা। প্রধান কোচ সারোয়ার ইমরানের পাশাপাশি রয়েছেন আলমগীর কবির। প্রধান কোচের পাশাপাশি আলমগীরও দেখছেন পেসারদের দেখভালের বিষয়টি। এছাড়া ফিল্ডিংয়েও বাড়তি নজর রাখছেন তিনি। ক্যাম্পের শুরু থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে কাজ করছেন তিনি। এর আগে নারী দলের পেস বোলিংয়ের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হাসপাতাল থেকে ছাড়া পেল মাইলস্টোনের আরও এক শিক্ষার্থী

» একাত্তর সম্মানের, জুলাইও অস্বীকার করা যাবে না : মাওলানা হালিম

» নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ড. ইউনূসের অভিনন্দন

» ইসলাম কি আপনাদের গালি-গালাজের শিক্ষা দিয়েছে, নাকি এর আড়াল নোংরা রাজনীতিই চালাচ্ছেন?’

» ‘জাকসুতে ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব’: নির্বাচন কমিশনার

» মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে জনগণের রাজনীতি করার আহ্বান : গয়েশ্বর

» ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য সুখবর

» জন-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসে বৈষম্য দূর করতে হবে : আলাল

» প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

» কাল জাবির একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপে নারী দলের কোচিং প্যানেলে থাকছেন আলমগীর কবির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটির আগে অফিসিয়াল দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে টাইগ্রেসরা।

গেল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।

তবে নিয়মিত অনুশীলন ম্যাচ কিংবা ক্যাম্প চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। শুরুতে সিলেটে ক্যাম্প করার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। আগামী আগস্টের ৮ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আবার ক্যাম্প রয়েছে নারী দলের। এরপর নিজেদের মধ্যে ম্যাচও খেলবে জ্যোতিরা।

নারী দলের সঙ্গে রয়েছেন সকল কোচিং স্টাফরা। প্রধান কোচ সারোয়ার ইমরানের পাশাপাশি রয়েছেন আলমগীর কবির। প্রধান কোচের পাশাপাশি আলমগীরও দেখছেন পেসারদের দেখভালের বিষয়টি। এছাড়া ফিল্ডিংয়েও বাড়তি নজর রাখছেন তিনি। ক্যাম্পের শুরু থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে কাজ করছেন তিনি। এর আগে নারী দলের পেস বোলিংয়ের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com