নাঈম চারে মিরাজ ছয়ে, জাকের-মুস্তাফিজ নেই উত্তর দেবে কে?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল যেন পাড়া মহল্লার দলের মতো। যে যার মতো ব্যাট বল করে চলেছেন নেই কোনো জবাবদিহিতা। অথচ কে বলবে এটা একটা জাতীয় ক্রিকেট দল। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের কথাই ধরা যাক, একাদশে ছিলেন ৪ ওপেনার৷ অথচ টি-টোয়েন্টিতে দলের সেরা ব্যাটার সুযোগ পাননি। আরেকজন মোটে ৫ বল খেলার সুযোগ পেয়েছেন।

 

লিটন দাস আর কত সুযোগ পেলে রান করবেন সেটা বোধহয় তিনি নিজেও জানেন না৷ অন্যদিকে ওপেনার নাঈম শেখ গতকাল ব্যাট করেছেন ৪ নম্বরে। শামীম পাটোয়ারী থাকতেও ৬ নম্বরে ব্যাট করেছেন মেহেদী হাসান মিরাজ৷ যে উত্তরগুলো জানার চেষ্টা করছে ক্রিকেট সমর্থকরাও। ম্যাচ শেষে অবশ্য জবাব দেওয়ার চেষ্টা করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

 

নাঈম শেখকে ৪ নম্বরে খেলানো এবং মিরাজকে ৬ নম্বরে ব্যাট করানো নিয়ে মুশতাক বলেন, ‘এটা আমার চেয়ে নির্বাচকরা ভালো জানবে। জাকের (আলী অনিক) ইঞ্জুরড ছিল, সে ৫-৬ নম্বরে অনেক ভালো করছিল। নাঈম এসেছিল দলে। আমি নিশ্চিত নই তার ব্যাপারে। আজকেই প্রথম দেখলাম তাকে। মাঝেমধ্যে টিম কম্বিনেশন দেখতে হবে। দলের জন্য কোন কম্বিনেশন ভালো হচ্ছে। (পারভেজ হোসেন) ইমন এবং (তানজিদ হাসান) তামিম সম্প্রতি অনেক ভালো ব্যাট করেছে। তরুণ ওপেনার হিসেবে, তারা দারুণ এক্সাইটিং। ম্যাচে আমাদের এগিয়ে নিয়ে যেতে সক্ষম। কিছু জায়গায় তাদের দ্রুত উন্নতি করতে হবে। ৫০ পর্যন্ত গেলে, সেটাকে ১০০তে পরিণত করতে হবে। সেখানেই ভালো জুটি লাগবে। দ্রুত শিখতে হবে তাদেরকে।’

 

নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে না খেলানোর ব্যাপারে মুশতাক জানান, ‘আমার মনে হয় কম্বিনেশন দেখতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে রান দরকার আপনার। ৭ নম্বরে ব্যাটিং অপশন রাখতে হয়েছে। মিরাজ ভালো ব্যাট করেছে। আমরা ড্রেসিংরুমে যা দেখি, সেগুলো আপনারা দেখেন না। আবার আপনারা যা দেখেন আমরা তা দেখি না। ফলে সব দেখতে হবে আমাদের, এরপর সিদ্ধান্ত নিতে হবে।’

 

মিরাজ ২৩ বলে করেন ২৯ রান। নাঈম ধীর ব্যাটিংয়ে করেন ৩২ রান ২৯ বলে। যা ক্রাইম বা অপরাধের পর্যায়ে পড়ে কি না এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেছেন, ‘না ক্রিকেট ইজ ক্রিকেট। ক্রাইম এখানে নিয়ে আসবেন না। ক্রাইম অনেক খারাপ শব্দ। তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তারা প্রতি বলে হিট করার চেষ্টা করে গেছে। কোচ হিসেবে এটা দেখেছি আমি। তারাও হতাশ। ৪ ওভারে ৮০ রান ছিল শ্রীলঙ্কার। পরে আমরা দারুণভাবে কামব্যাক করেছি। যদি আমরা ১৭০ রান করতাম, তাহলে কী হত? ফলে আমাদের দ্রুত শিখতে হবে এবং দ্রুত মুভ অন করতে হবে। এখান থেকে এগিয়ে যেতে হবে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

» শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

» আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

» জুলাই সনদে ঐকমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে : ফখরুল

» আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গাজরের বরফি তৈরির রেসিপি

» শিশুর ডিহাইড্রেশন হলে বুঝবেন যেভাবে

» ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

» বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ ভারতীয় নাগরিক আটক

» উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা, স্বাগত জানালেন হাসনাত

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাঈম চারে মিরাজ ছয়ে, জাকের-মুস্তাফিজ নেই উত্তর দেবে কে?

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল যেন পাড়া মহল্লার দলের মতো। যে যার মতো ব্যাট বল করে চলেছেন নেই কোনো জবাবদিহিতা। অথচ কে বলবে এটা একটা জাতীয় ক্রিকেট দল। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের কথাই ধরা যাক, একাদশে ছিলেন ৪ ওপেনার৷ অথচ টি-টোয়েন্টিতে দলের সেরা ব্যাটার সুযোগ পাননি। আরেকজন মোটে ৫ বল খেলার সুযোগ পেয়েছেন।

 

লিটন দাস আর কত সুযোগ পেলে রান করবেন সেটা বোধহয় তিনি নিজেও জানেন না৷ অন্যদিকে ওপেনার নাঈম শেখ গতকাল ব্যাট করেছেন ৪ নম্বরে। শামীম পাটোয়ারী থাকতেও ৬ নম্বরে ব্যাট করেছেন মেহেদী হাসান মিরাজ৷ যে উত্তরগুলো জানার চেষ্টা করছে ক্রিকেট সমর্থকরাও। ম্যাচ শেষে অবশ্য জবাব দেওয়ার চেষ্টা করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

 

নাঈম শেখকে ৪ নম্বরে খেলানো এবং মিরাজকে ৬ নম্বরে ব্যাট করানো নিয়ে মুশতাক বলেন, ‘এটা আমার চেয়ে নির্বাচকরা ভালো জানবে। জাকের (আলী অনিক) ইঞ্জুরড ছিল, সে ৫-৬ নম্বরে অনেক ভালো করছিল। নাঈম এসেছিল দলে। আমি নিশ্চিত নই তার ব্যাপারে। আজকেই প্রথম দেখলাম তাকে। মাঝেমধ্যে টিম কম্বিনেশন দেখতে হবে। দলের জন্য কোন কম্বিনেশন ভালো হচ্ছে। (পারভেজ হোসেন) ইমন এবং (তানজিদ হাসান) তামিম সম্প্রতি অনেক ভালো ব্যাট করেছে। তরুণ ওপেনার হিসেবে, তারা দারুণ এক্সাইটিং। ম্যাচে আমাদের এগিয়ে নিয়ে যেতে সক্ষম। কিছু জায়গায় তাদের দ্রুত উন্নতি করতে হবে। ৫০ পর্যন্ত গেলে, সেটাকে ১০০তে পরিণত করতে হবে। সেখানেই ভালো জুটি লাগবে। দ্রুত শিখতে হবে তাদেরকে।’

 

নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে না খেলানোর ব্যাপারে মুশতাক জানান, ‘আমার মনে হয় কম্বিনেশন দেখতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে রান দরকার আপনার। ৭ নম্বরে ব্যাটিং অপশন রাখতে হয়েছে। মিরাজ ভালো ব্যাট করেছে। আমরা ড্রেসিংরুমে যা দেখি, সেগুলো আপনারা দেখেন না। আবার আপনারা যা দেখেন আমরা তা দেখি না। ফলে সব দেখতে হবে আমাদের, এরপর সিদ্ধান্ত নিতে হবে।’

 

মিরাজ ২৩ বলে করেন ২৯ রান। নাঈম ধীর ব্যাটিংয়ে করেন ৩২ রান ২৯ বলে। যা ক্রাইম বা অপরাধের পর্যায়ে পড়ে কি না এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেছেন, ‘না ক্রিকেট ইজ ক্রিকেট। ক্রাইম এখানে নিয়ে আসবেন না। ক্রাইম অনেক খারাপ শব্দ। তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তারা প্রতি বলে হিট করার চেষ্টা করে গেছে। কোচ হিসেবে এটা দেখেছি আমি। তারাও হতাশ। ৪ ওভারে ৮০ রান ছিল শ্রীলঙ্কার। পরে আমরা দারুণভাবে কামব্যাক করেছি। যদি আমরা ১৭০ রান করতাম, তাহলে কী হত? ফলে আমাদের দ্রুত শিখতে হবে এবং দ্রুত মুভ অন করতে হবে। এখান থেকে এগিয়ে যেতে হবে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com