দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডটি এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া ফেলেছে।

নিহত আসাদুজ্জামান তুহিন গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সাহসী রিপোর্টিংয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে জয়দেবপুর মোড়ে তুহিনের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তুহিনের সহকর্মীরা জানান, সম্প্রতি তিনি গাজীপুরের একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজ ও পেশাজীবী সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তুহিনের পরিবার জানিয়েছে, তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।  সূএ : বিডি২৪লাইভ ডট

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

» জামায়াতের জরুরি বৈঠক, ৭ দফা ঘোষণা

» তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান

» আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» নির্বাচনের আগেই দুর্নীতি দূর করব: বাণিজ্য উপদেষ্টা

» দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

» ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’—শোকজ নোটিশের জবাবে নাসীরুদ্দীন

» রমজানের আগেই নির্বাচন, তফসিল ডিসেম্বরের শুরুতে

» জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে: জামায়াত সেক্রেটারি

» শেখ হাসিনা একদিন না একদিন ফিরবেন, বিচারের সম্মুখীন হবেন: প্রেস সচিব

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডটি এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া ফেলেছে।

নিহত আসাদুজ্জামান তুহিন গাজীপুর জেলার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সাহসী রিপোর্টিংয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে জয়দেবপুর মোড়ে তুহিনের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তুহিনের সহকর্মীরা জানান, সম্প্রতি তিনি গাজীপুরের একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজ ও পেশাজীবী সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তুহিনের পরিবার জানিয়েছে, তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।  সূএ : বিডি২৪লাইভ ডট

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com