দেশে এখন স্বৈরশাসন চলছে: জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন দেশে স্বৈরশাসন চলছে।

 

মঙ্গলবার  শহরের একটি মিলনায়তনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। দুই দলই জনবিচ্ছিন্ন দল, তারা নিজেদের কথা চিন্তা করে। জনগণের কথা চিন্তা করে না। জাতীয় পার্টিকে বলা হয় স্বৈরশাসকের দল। জাতীয় পার্টি স্বৈরশাসন করলে আওয়ামী লীগ ও বিএনপি কি করছে? জাতীয় পার্টির ওপর প্রতিনয়ত মানুষের আস্থা বাড়ছে, জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দেখছি।

 

এ সময় তিনি বলেন, আমরা বিরোধী দল হলেও জনগণ আমাদের ওভাবে গ্রহণ করতে পারেনি, এটারও বাস্তবতা আছে।

 

জিএম কাদের বলেন, আগামীর সরকার জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে। এটা ভুলে যেতে হবে। আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট রয়েছে। তেমনি রয়েছে বিএনপির প্রতিও।

 

জিএম কাদের বলেন, বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। তার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এ দেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, ততদিন এরশাদ মানুষের মাঝে বেঁচে থাকবেন।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে।

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। তিনি বলেন, আমি মনে-প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায়, যারা জনগণের কথা বলবে। বর্তমান সরকার মানুষের ওপর নানাভাবে নিষ্পেষিত করছে। দুর্নীতিতে জর্জরিত সরকার দলের এমপি-মন্ত্রীরা। এভাবে দুর্নীতিতে শাসকরা জড়িয়ে পড়লে মানুষ যাবে কোথায়?

 

স্বাগত বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন রাশেদ।

 

বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার।

 

বক্তব্য রাখেন জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, সাইদুর রহমান টেপা, লেয়াকত হোসেন খোকা এমপি এবং সংরক্ষিত আসনের সাংসদ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

জেলা জাপার আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, দীর্ঘ ১০ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, এই সম্মেলনে সকল নেতাকর্মীর রেকর্ড সংখ্যক উপস্থিতির মাধ্যমে ফেনীকে জাতীয় পার্টির একটি ঘাঁটিতে পরিণত করার পাশাপাশি সম্মেলনে নেতৃত্বে বিকাশ ঘটবে।

 

সম্মেলনে বর্তমান আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। ১৫ দিনের মধ্য এ দুজনকে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় …. ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ

» ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

» শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

» আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

» জুলাই সনদে ঐকমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে : ফখরুল

» আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গাজরের বরফি তৈরির রেসিপি

» শিশুর ডিহাইড্রেশন হলে বুঝবেন যেভাবে

» ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

» বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ ভারতীয় নাগরিক আটক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে এখন স্বৈরশাসন চলছে: জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন দেশে স্বৈরশাসন চলছে।

 

মঙ্গলবার  শহরের একটি মিলনায়তনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। দুই দলই জনবিচ্ছিন্ন দল, তারা নিজেদের কথা চিন্তা করে। জনগণের কথা চিন্তা করে না। জাতীয় পার্টিকে বলা হয় স্বৈরশাসকের দল। জাতীয় পার্টি স্বৈরশাসন করলে আওয়ামী লীগ ও বিএনপি কি করছে? জাতীয় পার্টির ওপর প্রতিনয়ত মানুষের আস্থা বাড়ছে, জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দেখছি।

 

এ সময় তিনি বলেন, আমরা বিরোধী দল হলেও জনগণ আমাদের ওভাবে গ্রহণ করতে পারেনি, এটারও বাস্তবতা আছে।

 

জিএম কাদের বলেন, আগামীর সরকার জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে। এটা ভুলে যেতে হবে। আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট রয়েছে। তেমনি রয়েছে বিএনপির প্রতিও।

 

জিএম কাদের বলেন, বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। তার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এ দেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, ততদিন এরশাদ মানুষের মাঝে বেঁচে থাকবেন।

 

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই চ্যাম্পিয়ন হয়েছে। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে।

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। তিনি বলেন, আমি মনে-প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায়, যারা জনগণের কথা বলবে। বর্তমান সরকার মানুষের ওপর নানাভাবে নিষ্পেষিত করছে। দুর্নীতিতে জর্জরিত সরকার দলের এমপি-মন্ত্রীরা। এভাবে দুর্নীতিতে শাসকরা জড়িয়ে পড়লে মানুষ যাবে কোথায়?

 

স্বাগত বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন রাশেদ।

 

বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার।

 

বক্তব্য রাখেন জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, সাইদুর রহমান টেপা, লেয়াকত হোসেন খোকা এমপি এবং সংরক্ষিত আসনের সাংসদ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

জেলা জাপার আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, দীর্ঘ ১০ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, এই সম্মেলনে সকল নেতাকর্মীর রেকর্ড সংখ্যক উপস্থিতির মাধ্যমে ফেনীকে জাতীয় পার্টির একটি ঘাঁটিতে পরিণত করার পাশাপাশি সম্মেলনে নেতৃত্বে বিকাশ ঘটবে।

 

সম্মেলনে বর্তমান আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। ১৫ দিনের মধ্য এ দুজনকে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com