সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তাই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায়। আওয়ামী লীগের মতো পুরোনো ধারার রাজনীতি আর চলবে না, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। এতো বড় দল হয়েও আজ ভাত না খেয়ে লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে।
আজ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ও দেশের মৌলিক পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন, অন্যথায় জনগণের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের নেতারা লুঙ্গি-গামছা ছাড়াই দেশ ছেড়ে পালিয়েছে। তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা! রাস্তায় নেমে দেখো জনগণ দলমত নির্বিশেষে তোমাদের কঠোর হস্তে প্রতিহত করবে।
কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, আবু হানিফ, তোফাজ্জল হোসেন, রাহুল আরফানসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।