সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্ররা দলগঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে। আর নয়তো জনগণ মেনে নেবে না।
আজ রাজধানীর উত্তরা পশ্চিম থানার খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এখন দম ছেড়ে নিশ্বাস নিতে পারতেছি হাসিনা পালানোর কারণে। দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে হাসিনা।
শেখ হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি। ভারতে আশ্রয়ে থেকে দেশ নিয়ে দুষ্টামি করছেন তিনি। হাসিনা অনেক মা-বাবার বুক খালি করেছেন। এটা নিয়ে হাসিনার কোনো অনুশোচনা নেই।
ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ণ অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি হয়েছে। দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রামরাজত্ব কায়েম করেছিল। পলাতক হাসিনা সরকারের উত্তরা এলাকার এমপি হাবিব হাসান এবং খসরুসহ নিরীহ মানুষের জমি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনার সময় আমরা জনগণের পাশে থেকে লাশ দাফন করাসহ দরিদ্রদের ত্রাণসামগ্রী নিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করেছি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন না।
বিএনপি মহাসচিব আরও বলেন, এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি দখলদারি লুটতরাজসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা করছেন। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার।