ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ঢালিউড তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলেছে। প্রযোজক ও পরিচালকেরা বলছেন বেশি পারিশ্রমিক নিচ্ছেন অভিনয়শিল্পীরা। কেউ নিচ্ছেন ৩ লাখ আবার কেউ নিচ্ছেন ১৫ লাখ। পরিচালক ও প্রযোজকদের দেওয়া তথ্য থেকে জানা গেল, ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি কার পারিশ্রমিক।
অপু বিশ্বাস
ক্যারিয়ারের শুরুতেই হিট ছবির দেখা পান অপু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এক সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন এ অভিনেত্রী। এখন ক্যারিয়ারে ভাটা পড়েছে। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অভিনয়ের জন্য সম্মানী পেয়েছিলেন চার থেকে ছয় লাখ টাকার মধ্যে। বর্তমানে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত।
তমা মির্জা
বর্তমানে ছবি বা ওয়েব ফিল্মে পরিচালকদের প্রথম পছন্দ তমা। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’চলচ্চিত্র সুপারহিট তকমা পায়। আগামী ঈদে মুক্তি পাচ্ছে ‘দাগি’ ছবি। ওটিটিতেও সফল তিনি। তমা এখন ছবিপ্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকা। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। যেখানে প্রথম ছবিতে অভিনয়ের জন্য সম্মানী পেয়েছিলেন মাত্র তিন লাখ টাকা।
শবনম বুবলী
শবনম বুবলী ক্যারিয়ারের পার করেছেন আট বছর। অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ছবিপ্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে।
বিদ্যা সিনহা মিম
‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ঢালিউডে অভিষেক হয় মিমের। উপহার দিয়েছেন ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’এর মতো জনপ্রিয় ছবি। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন তিনি। তার অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিটি মুক্তি অপেক্ষায়।
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা যৌথ প্রযোজনার ‘আশিকী’। এ ছবিতে ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। ঈদে মুক্তির কথা আছে তার অভিনীত ‘জ্বিন থ্রি’। ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা সম্মানী চেয়ে থাকেন নায়িকা।
পূজা চেরী
‘নূরজাহান’ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক পূজার। এরপর অভিনয় করেন ‘পোড়ামন ২’। ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘জ্বীন’র মতো জনপ্রিয় ছবিতে। পূজা এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে কম বেশি নিয়ে থাকেন এই অভিনেত্রী।
প্রার্থনা ফারদিন দীঘি
শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। নায়িকা হিসেবে দীঘি প্রথম সিনেমার জন্য সম্মানী নিয়েছিলেন তিন লাখ টাকা। ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাঁকে। জানা গেছে এই ছবিতে দীঘির সম্মানী ৪ থেকে ৫ লাখের মধ্যে। সূএ: ঢাকা মেইল ডটকম