সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের পূর্বঘোষিত স্কোয়াডে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে দলের সঙ্গে দুবাইয়ে যাবেন বাড়তি দুইজন পেসার।
সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে সহযোগিতার জন্য সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে যাবে বাংলাদেশ। দুইজনই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চলে আসবেন দেশে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “জাতীয় দলের সঙ্গে দুইজন পেসার যাবে। তারা হলেন হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েক দিন অনুশীলন, সেখানে থাকবে ওরা।
আট দলের এই আইসিসি টুর্নামেন্ট খেলতে আগামী বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। সেদিনই হাসান ও খালেদ দলের সঙ্গী হবেন। এরই মধ্যে দেশে চলমান অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।
সদ্য সমাপ্ত বিপিএলে চমৎকার বোলিং করেছেন দুইজনই। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন হাসান। প্রতি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেও গড়ে ওভারপ্রতি সাড়ে ৭ রান খরচ তার। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী চিটাগং কিংসের খালেদ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে গত শনিবার শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। শুরু থেকেই অনুশীলনে সহায়তার জন্য এই প্রস্তুতি পর্বে দলের সঙ্গে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরি, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজার মতো পেসাররাও।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
সূএ: বাংলাদেশ প্রতিদিন