ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গতকাল রবিবার রাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। গ্রেফতাররা হলেন আমিন হোসেন (৩০) ও মো. মনির (২৬)। এসময় গ্রেফতারদের নিকট থেকে ছিনতাইয়ের দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত ৯টা ১৫ মিনিটে মোবাইল ছিনতাই করার সময় আমিন হোসেনকে গ্রেফতার করা হয়। একই রাতে ১০টা ৩৫ মিনিটে মোবাইল ছিনতাইকালে মো. মনিরকে গ্রেফতার করে এটিইউ’র টহল টিম।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।