যানবাহনে ছিনতাই ও ডাকাতির অভিযোগে রাজধানী থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এরা ‘আলপিন’ ও ‘আলামিন’ নামে দুটি ছিনতাইকারী গ্রুপের সদস্য।
গ্রেফতারদের মধ্যে আরফিন ওরফে আলপিন (৩১) হলেন ‘আলপিন’ গ্রুপের নেতা। তার নেতৃত্বে রয়েছেন ১০-১৫ জন। আর ‘আলামিন’ গ্রুপের নেতার নামও আল আমিন। তার দলে ৬-৭ জন রয়েছেন।
গ্রেফতার বাকি সদস্যরা হলেন মোহাম্মদ রাশেদ (৩০), মো. তানভির হোসেন (২২), মো. রাকিব (২০), মো. শামীম হোসেন (২০), শরীফ হোসেন ওরফে সজীব (২০), সজীব হোসেন সামি (১৮), রমজান আলী (২০), মো. খাইরুল ইসলাম (১৮), মো. আমিরে ফয়সাল (১৮), মো. আল আমিন মৃধা (২২), মো. শরিফুল মৃধা (২০), মো. সজিব হোসেন (২১) এবং মো. জিসান মিয়া (২০)।
মিরপুরের দারুস সালাম ও শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু, দুটি ছুরি, দুটি এসএস পাইপ, ১৫টি মোবাইল, ১৫টি সিমকার্ড এবং নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ (৭ নভেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি ঢাকাসহ ও এর আশপাশ এলাকার বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই এবং ডাকাতির ঘটনার অভিযোগে র্যাব-৪ এর গোয়েন্দা দল ছায়াতদন্ত করে। এতে কিছু তথ্য বের হয়ে আসে। যাতে দেখা যায়, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান নেয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা, মোবাইল, ল্যাপটপ ও সঙ্গে থাকা দামি মালামাল ছিনতাই করে নিয়ে যায়।
মূলত এই চক্র দুটির সদস্যরা সংঘবদ্ধ হয়ে কাজ করেন। তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন বিভিন্ন বাস-ট্রাক ও কাউন্টার-সড়কে। রাতের অন্ধকারে সাধারণ পথচারী এবং যানবাহনে ছুরি, চাকু ও এসএস পাইপ দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই-ডাকাতি করে আসছিলেন।
মূলত রাজধানীর মিরপুরের শাহ আলী, দারুস সালাম এবং এর আশপাশে তাদের কর্মকাণ্ড ছিল বলে জানান এএসপি মাজহারুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতাররা রাতের অন্ধকারে পথচারী ও যানবাহনে মানুষকে ছুরি-চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতেন। কখনো কখনো ধারালো অস্ত্র দিয়ে মানুষকে আঘাতও করতেন তারা।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।