দলে ফিরলেন সাকিব মুস্তাফিজ সৌম্য

ছবি সংগৃহীত

 

সিরিজের প্রথম তিন ম্যাচে জিম্বাবুয়েকে অনায়াশে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচ টি-২০ সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। শুরুর ম্যাচ তিনটি হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১০ ও ১২ মে ম্যাচ দুটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়। শেষ দুই ম্যাচের জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। পূর্ব ধারণামতো দলে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। না খেলে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। ছন্দে হারিয়েও টিকে গেছেন লিটন দাস। তিন ম্যাচে রান ১, ২৩ ও ১২।

 

টি-২০ বিশ্বকাপ শুরু ২ জুন। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কা এবং ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালে ম্যাচ দুটির ভেন্যু সেন্ট ভিনসেন্ট। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ তিনটি টি-২০ ম্যাচ খেলবে ডালাসে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুন। গতকাল যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ এক-দুটি পরিবর্তন হলেও হতে পারে।

 

সাকিব সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেন গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচ খেলেননি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, সাকিব শেষ দুই ম্যাচ খেলবেন। তার আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের পক্ষে তিনটি ম্যাচ খেলে ছন্দে ফিরেছেন। রান করেছেন যথাক্রমে ৪৯, ১০৭ ও ০ এবং বোলিং স্পেল তিনটি ছিল-১/৩৪, ০/৪৭ ও ২/৪২। সৌম্য এক সময় টাইগারদের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। এরপর ছন্দ হারিয়ে আসা-যাওয়ার লাইনে ছিলেন। ইনজুরির জন্য সিরিজের প্রথম ৩ ম্যাচ খেলেননি। শেষ দুটির জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন। আইপিএল খেলে ১ মে দেশে ফিরেছেন মুস্তাফিজ। তাকেও রাখা হয়নি প্রথম ৩ ম্যাচে। এবার ফেরানো হয়েছে শেষ দুটিতে। মুস্তাফিজ ফেরায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে। মুস্তাফিজ প্রসঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাক রাজ বলেন, ‘মুস্তাফিজ ভারত থেকে আসার পর তার সঙ্গে কথা বলে ঠিক করা হয় পরিবারকে একটু সময় দেওয়া দরকার। অনেক দিন ধরেই সে ক্রিকেটের মধ্যে রয়েছে।’ সাকিব প্রসঙ্গে বলেন, ‘সাকিব স্বাভাবিকভাবেই ছুটিতে ছিল। ছুটি থেকে ফিরে প্রিমিয়ার লিগ খেলেছে। আমাদের পরিকল্পনায় ছিল, বিশ্বকাপের আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-২০-এর জন্য আমরা ওকে আগেই চিন্তা করে রেখেছিলাম।’

 

মিরপুরের শেষ ম্যাচ দুটির টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এ ছাড়াও টিকিট কেনা যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশে টিকিট কাউন্টারে। ম্যাচ দেখতে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারি ২০০ টাকা।

 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে: জিএম কাদের

» বঙ্গবন্ধু কন্যার লড়াইয়ের গল্প তুলে ধরাই হোক অঙ্গীকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» ‘প্লাটিনাম’ গ্রেডে লিড সার্টিফিকেট পেলো নিপা গ্রুপের ২ সহ প্রতিষ্ঠান

» পাঁচবিবিতে অনাবৃষ্টির কারনে লিচুর ফলন বিপর্যয়, বাগান মালিকের মাথায় হাত

» বাংলাদেশের বাজারে আসছে নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো

» আমরা সফলতার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি : মেয়র তাপস

» রাজনীতি সঠিক থাকলে সকল সেবা পাওয়া যায় : সমাজকল্যাণ মন্ত্রী

» বুয়েটের ফারদিন হত্যার তদন্ত প্রতিবেদন ৩০ জুন

» উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসা শীর্ষ চার সন্ত্রাসী গ্রেফতার

» উত্তরা থেকে টঙ্গী যেতে ৫ স্টেশন হবে মেট্রোর

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দলে ফিরলেন সাকিব মুস্তাফিজ সৌম্য

ছবি সংগৃহীত

 

সিরিজের প্রথম তিন ম্যাচে জিম্বাবুয়েকে অনায়াশে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচ টি-২০ সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। শুরুর ম্যাচ তিনটি হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১০ ও ১২ মে ম্যাচ দুটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়। শেষ দুই ম্যাচের জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। পূর্ব ধারণামতো দলে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। না খেলে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। ছন্দে হারিয়েও টিকে গেছেন লিটন দাস। তিন ম্যাচে রান ১, ২৩ ও ১২।

 

টি-২০ বিশ্বকাপ শুরু ২ জুন। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কা এবং ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালে ম্যাচ দুটির ভেন্যু সেন্ট ভিনসেন্ট। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ তিনটি টি-২০ ম্যাচ খেলবে ডালাসে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুন। গতকাল যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ এক-দুটি পরিবর্তন হলেও হতে পারে।

 

সাকিব সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেন গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচ খেলেননি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, সাকিব শেষ দুই ম্যাচ খেলবেন। তার আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের পক্ষে তিনটি ম্যাচ খেলে ছন্দে ফিরেছেন। রান করেছেন যথাক্রমে ৪৯, ১০৭ ও ০ এবং বোলিং স্পেল তিনটি ছিল-১/৩৪, ০/৪৭ ও ২/৪২। সৌম্য এক সময় টাইগারদের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। এরপর ছন্দ হারিয়ে আসা-যাওয়ার লাইনে ছিলেন। ইনজুরির জন্য সিরিজের প্রথম ৩ ম্যাচ খেলেননি। শেষ দুটির জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন। আইপিএল খেলে ১ মে দেশে ফিরেছেন মুস্তাফিজ। তাকেও রাখা হয়নি প্রথম ৩ ম্যাচে। এবার ফেরানো হয়েছে শেষ দুটিতে। মুস্তাফিজ ফেরায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে। মুস্তাফিজ প্রসঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাক রাজ বলেন, ‘মুস্তাফিজ ভারত থেকে আসার পর তার সঙ্গে কথা বলে ঠিক করা হয় পরিবারকে একটু সময় দেওয়া দরকার। অনেক দিন ধরেই সে ক্রিকেটের মধ্যে রয়েছে।’ সাকিব প্রসঙ্গে বলেন, ‘সাকিব স্বাভাবিকভাবেই ছুটিতে ছিল। ছুটি থেকে ফিরে প্রিমিয়ার লিগ খেলেছে। আমাদের পরিকল্পনায় ছিল, বিশ্বকাপের আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-২০-এর জন্য আমরা ওকে আগেই চিন্তা করে রেখেছিলাম।’

 

মিরপুরের শেষ ম্যাচ দুটির টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এ ছাড়াও টিকিট কেনা যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশে টিকিট কাউন্টারে। ম্যাচ দেখতে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারি ২০০ টাকা।

 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com