চিড়িয়াখানায় তখন সবাই ভালুক দেখতে ব্যস্ত। ভালুকও তখন দর্শকদের দেখে এদিক ওদিক পায়চারী করছে। সেই ভিড়ের মধ্যে থেকে এক মহিলা তার তিন বছর বয়সী মেয়েকে আচমকা ছুড়ে দেন ভালুকের খাঁচার মধ্যে! ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ বুঝে ওঠার আগেই ওই মহিলা সেখান থেকে চম্পট দেন।
এরপর ভালুকের খাঁচায় শিশুর কান্নার আওয়াজ শুনে হইহই পড়ে যায় চিড়িয়াখানায়। শিশুটি খাঁচার মধ্যে আছড়ে পড়তেই তাকে দেখে ছুটে আসে ভালুক। কিন্তু ভালুকটি শিশুটির উপর হামলা না করে শুধু গন্ধ শুঁকেই সেখান থেকে সরে যায়। এর পরই নিরাপত্তারক্ষীরা শিশুটিকে উদ্ধার করেন।
ভয়ংকর এই ঘটনাটি উজবেকিস্তানের একটি চিড়িয়াখানার। সম্প্রতি ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ওই মহিলাকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়ার দাবি উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলা হঠাৎই তার বাচ্চাটিকে ভালুকের খাঁচায় ১৬ ফুট গভীর পরিখায় ফেলে দেন। অসহায়ের মতো তারা বিষয়টি দেখছিলেন। ততক্ষণে চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। খবর পেয়েই চিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন এবং ভালুকটিকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
জানা গেছে, ওই পাষণ্ড মহিলাকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে।