ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে গতকাল দিনভর ছিল উদ্বেগ ও উৎকণ্ঠা। মানুষের প্রার্থনা, ডাক্তারদের চেষ্টা আর সংশ্লিষ্টদের ত্বড়িৎ সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম। আজ মঙ্গলবার তার অবস্থার আরও উন্নতি হয়েছে।
সাভারের কেপিজে হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে কার্ডিয়াক কেয়ার ইউনিটেই কিছুটা হাঁটার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেখান থেকে তাকে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করাতে কিছু সময়ের জ ন্য কেবিনে নেওয়া হয়েছে। সেখান থেকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। তাকে ঘিরে থাকা শঙ্কাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় আসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।
৬ বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে পারে না ব্রাজিল৬ বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে পারে না ব্রাজিল
তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না কেউ। তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও তাকে কেপিজে হাসপাতালে ফিরিয়ে নেও্য়া হয়। দেওয়া হয় সিপিআর। হাসপাতালে প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরীক্ষা নিরীক্ষার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে।