ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : আজ তামিম ইকবালকে দেখতে সাভারে যাচ্ছেন সাকিব আল হাসানের বাবা-মা খন্দকার মাসরুর রেজা ও শিরিন রেজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ডেইলি সান।
সোমবার ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। তবে কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। এরপর পুনরায় কেপিজেতে নিয়ে যাবার পর তার বুকে ব্লক ধরা পড়ে। এরপর জরুরি ভিত্তিতে রিংও পড়ানো হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভালো আছেন তামিম। অল্প অল্প হাঁটাচলাও করেছেন।