ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কোনো হল কমিটি নেই বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
আজ দুপুরে নরসিংদীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নুরুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে কমিটি দেয়া হলে সেখানে রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরপরও নিয়মের তোয়াক্কা না করে ছাত্রদল যে কমিটি দিয়েছে তাতে সাধারণ ছাত্রছাত্রীরা সংক্ষুব্ধ হয়েছে। তারই অংশ হিসেবে তারা গতকাল (শুক্রবার) রাতে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি হলে পলিটিকস চলবে না, কিন্তু ক্যাম্পাসে যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শ নিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে। আমরা তাদের এ দাবিকে সম্মান জানাই।
তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী ছাত্রদের আবেদনের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই ইসলামী ছাত্রশিবির ঢাবি হলগুলোতে কোনো কমিটি দেয়নি। ইসলামী ছাত্রশিবির চেষ্টা করছে সহনশীলতার রাজনীতি চর্চা করতে।
শিবির সেক্রেটারি বলেন, গতকাল (শুক্রবার) তারা (ছাত্রদল) যে হল কমিটি দিয়েছে তাতে ছাত্রলীগের ৫০ জনের বেশি লোকজনকে পুনর্বাসন করা হয়েছে। পরে তারা তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। সেই কমিটির এক সদস্যের ব্যাপারেও এলিগেশন আছে যে সে-ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
তিনি বলেন, ‘আমরা আশা করব ছাত্রদল তার পরিশীলিত রাজনীতিগুলোর চর্চা আরও বেশি বাড়াবে এবং ভবিষ্যতে কমিটি দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ডিল করবে।’