বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যারিয়ার গঠনের কৌশল ও কর্পোরেট প্রত্যাশা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোহেল আহসান নিপু  : বর্তমান বিশ্বে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির দ্রæত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “দ্রæত পরিবর্তনশীল বিশ্বে ক্যারিয়ার গঠন এবং নিয়োগকর্তাদের প্রত্যাশা পূরণ ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ।

 

আজ শনিবার (২৭ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। তিনি তাঁর বক্তব্যে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু সনদধারী হলেই চলবে না, বরং তাদের হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সিদ্ধান্ত গ্রহণে সৃজনশীল এবং মানিয়ে চলার সক্ষমতায় পারদর্শী।

 

তিনি আরও বলেন, কর্পোরেট নিয়োগকর্তারা এখন এমন কর্মী খোঁজেন, যারা কেবল কাজ জানে না, বরং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে। শেহজাদ মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মজীবনের শুরুতেই ধৈর্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজের দীর্ঘ পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, তা থেকে উত্তরণের উপায় এবং সফলতা অর্জনের কথাও শেয়ার করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত সদস্য শাহনীলা তাজরীন আজহার। তিনি বলেন, ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দলগত নৈপূর্ণতা এবং নৈতিক মূল্যবোধ। তিনি শিক্ষার্থীদের মাঝে নারী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কের আলোকপাত করেন।

 

সেমিনারে সম্মানিত অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, বিইউ’র মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয় বরং দক্ষ ও মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করে থাকে।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাক্কেরুল হুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে উচিত তাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে। বিইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীরা বলেন, এমন অনুষ্ঠান তাদের বাস্তব জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্ম উন্নয়নের অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি ছিল প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে পরিপূর্ণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যারিয়ার গঠনের কৌশল ও কর্পোরেট প্রত্যাশা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোহেল আহসান নিপু  : বর্তমান বিশ্বে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির দ্রæত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “দ্রæত পরিবর্তনশীল বিশ্বে ক্যারিয়ার গঠন এবং নিয়োগকর্তাদের প্রত্যাশা পূরণ ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ।

 

আজ শনিবার (২৭ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। তিনি তাঁর বক্তব্যে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু সনদধারী হলেই চলবে না, বরং তাদের হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সিদ্ধান্ত গ্রহণে সৃজনশীল এবং মানিয়ে চলার সক্ষমতায় পারদর্শী।

 

তিনি আরও বলেন, কর্পোরেট নিয়োগকর্তারা এখন এমন কর্মী খোঁজেন, যারা কেবল কাজ জানে না, বরং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে। শেহজাদ মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মজীবনের শুরুতেই ধৈর্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজের দীর্ঘ পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, তা থেকে উত্তরণের উপায় এবং সফলতা অর্জনের কথাও শেয়ার করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত সদস্য শাহনীলা তাজরীন আজহার। তিনি বলেন, ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দলগত নৈপূর্ণতা এবং নৈতিক মূল্যবোধ। তিনি শিক্ষার্থীদের মাঝে নারী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কের আলোকপাত করেন।

 

সেমিনারে সম্মানিত অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, বিইউ’র মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয় বরং দক্ষ ও মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করে থাকে।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাক্কেরুল হুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে উচিত তাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে। বিইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীরা বলেন, এমন অনুষ্ঠান তাদের বাস্তব জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্ম উন্নয়নের অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি ছিল প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে পরিপূর্ণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com