[ঢাকা, ৩১ জুলাই, ২০২৫] ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিনামূল্যে হেলথ ক্যাম্প আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। এ উদ্যোগে সহযোগিতা করেছে এআইনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম মেডএআই এর সহযোগী প্রতিষ্ঠান ‘আমার ডক্টর’।
সম্প্রতি ফুডপ্যান্ডার খিলগাঁও হাবে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে অংশ নেওয়া ডেলিভারি পার্টনারদের বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তের পরীক্ষা, রক্তচাপ ও পালস চেক, শরীরের তাপমাত্রা ও অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ, বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ণয় করা, ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য পিক ফ্লো টেস্ট এবং ইউরিন টেস্ট এর মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরে ক্যাম্পে উপস্থিত চিকিৎসক ডেলিভারি পার্টনারদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও, ক্যাম্পে অংশগ্রহণকারী রাইডারদের জন্য একটি কুইজ সেশন আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতা ডেলিভারি পার্টনারদের বিশেষ উপহার দেওয়া হয়।
‘প্যান্ডাহার্টস’ কর্মসূচির আওতায় আয়োজিত এ হেলথ ক্যাম্পটি ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য, নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট ও কল্যাণে চলমান নানা উদ্যোগেরই অংশ। এ লক্ষ্যেই মেডএআই এর সহযোগিতায় ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য চারটি সাবসিডাইজড হেলথ প্যাকেজও চালু করা হয়েছে। এই প্যাকেজের আওতায় তারা ২৪ ঘণ্টা হেলথ হটলাইন, ভিডিও কনসালটেশন, চিকিৎসা পরবর্তী ফলোআপ সুবিধা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণের সুবিধা পাবেন। রাইডাররা মাত্র ৩৫ টাকা থেকে ২৭৯ টাকার মধ্যে বিভিন্ন মেয়াদের সাবস্ক্রিপশন ফি দিয়ে প্যাকেজগুলো নিতে পারবেন। প্যাকেজ সাবস্ক্রাইব করা রাইডাররা ‘আমার ডক্টর’ অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশনের প্রথম মাসে দুইটি বিনামূল্যের টেলিমেডিসিন কনসালটেশনের সুবিধাও পাবেন।
ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান এই হেলথ ক্যাম্প সম্পর্কে বলেন, “ডেলিভারি পার্টনাররা ফুডপ্যান্ডার মূল চালিকাশক্তি। তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও তাদের সুস্থতা ও কল্যাণের বিষয়টিকে আমরা আমাদের দায়িত্ব বলেই বিবেচনা করি। আমাদের এ প্রতিশ্রুতির অংশ হিসেবেই হেলথ ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য আমরা মেডএআই এর প্রতি কৃতজ্ঞ।”
প্যান্ডা হার্টস কর্মসূচির আওতায় রাইডারদের কল্যাণে সুরক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট এবং ওয়েলফেয়ার এর মতো পাঁচটি প্রধান ক্ষেত্রে কাজ করছে ফুডপ্যান্ডা। এর অধীনে রাইডারদের জন্য রয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে আয় করার সুযোগ, স্বাস্থ্য সহায়তা, দুর্ঘটনাজনিত বিমা সুবিধা এবং অনলাইন শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা।
এর আগে গুলশান হাবেও এ ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। গুলশান ও খিলগাঁওয়ে হেলথ ক্যাম্প আয়োজন সফল হওয়ায় ভবিষ্যতে দেশের বিভিন্ন হাবে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com