ফাইল ছবি
যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে ট্রাকচাপায় সিদ্দীক শেখ (৫০) নামে এক জেলে নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
আজ সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, তারা মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যশোর-নড়াইল সড়ক পার হচ্ছিলেন। এ সময় নড়াইল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের তলায় চাপা পড়ে নিহত হন সিদ্দীক শেখ। আহত হন তারা চারজন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী হাসান জানান, সিদ্দিক শেখ নামে একজন নিহত হয়।