কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর প্রধান সড়ক এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নুর আলম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ রবিবার ভোরে টেকনাফ মডেল থানার অধীনস্থ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জায়েদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন হতে ৬০ গজ দক্ষিনে আব্দুস সালাম মার্কেটের সামনে মহাসড়কের উপরে অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার নাগু মিয়ার ছেলে নুর আলমকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।