জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা এলাকা থেকে ৭০০ পিস (নেশাজাতীয় ইনজেকশন) এ্যাম্পলসহ রনি মন্ডল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান জয়পুরহাট ডিবির ওসি শাহেদ আল মামুন। গ্রেপ্তারকৃত রনি মন্ডল সদর উপজেলার নাকুরিয়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
ডিবির ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা টিএনটি অফিসের পূর্ব পার্শ্বে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। সেসময় ৭০০ পিস (নেশাজাতীয় ইনজেকশন) এ্যাম্পলসহ রনি মন্ডলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।