মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ Harvey Mackay, American Author
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
জীবন হলো মাত্র একবারের জন্যে অঙ্গীকার। এটা আর কখনোই ফিরে আসবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমাদের কখনোই আশা হারিয়ে ফেলা চলবে না, যত কঠিনই তা হোক না কেন…
জীবন মূল্যবান। আমাদের কখনোই উচিত হবে না সেটিকে নিশ্চিত বলে ধরে নেয়া। প্রতিটি মুহূর্তকেই আমাদের এমনভাবে যাপন করতে হবে যেন সেটিই হয়ে ওঠে আমাদের প্রথম ও শেষ সত্যিকারের কৃতজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞানের জীবন।
প্রতিদিন ভোরে অনুতাপ নিয়ে জেগে ওঠার জন্যে জীবন খুবই ছোট। সুতরাং সেইসব মানুষদের ভালোবাসো যারা তোমার সাথে সঠিক আচরণ করে। ভুলে যাও তাদের যারা করে না। বিশ্বাস করো যে প্রতিটি ঘটনাই ঘটে কোনো একটা কারণে।
যদি কোনো সুযোগ পাও, তা গ্রহণ করো। সেটি যদি তোমার জীবনকে বদলে দেয়, সানন্দে তা মেনে নাও। কেউই কখনো বলেনি যে জীবন সহজ হবে, তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছে যে সেটা খুব সম্ভবত তুল্যমানের হবে।
জীবন মূল্যবান এবং সময় হলো এর একটি প্রধান উপাদান। এসো জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা যোগ্য করে তুলি এবং তাদের সাহায্য করি যাদের প্রয়োজন আমাদের চেয়ে বেশি। সূএ : ডেইলি-বাংলাদেশ