ছবি সংগৃহীত
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ২ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। সফরকারীদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে লিড নিয়েছে লাল-সবুজের দল, আজ মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।
সিরিজের প্রথম দুই ম্যাচেই টসে জিতেছিলেন টাইগারদের অধিনায়ক শান্ত। তবে আজ ভাগ্য সহায় হয়নি তাঁর, টসে জিতেছেন সিকান্দার রাজা, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম দুই ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে আজই সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। শরিফুল ইসলাম এবং শেখ মেহেদীকে দেয়া হয়েছে বিশ্রাম। এ দুজনের বদলে আজ খেলবেন তানজিম সাকিব এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
এদিকে আজ জিম্বাবুয়ের একাদশেও আছে দুইটি পরিবর্তন। ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম ঢুকেছেন দলে, বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি। সূএ:ঢাকা মেইল ডটকম