ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পাবলিক আইপি না পাওয়ায় জাপানে প্রবাসীদের ভোটার হালনাগাদ কার্যক্রম এখনো শুরু করা যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, জাপানে ভোটার নিবন্ধনের জন্য আমরা সব প্রস্তুতি শেষ করেছি। কারিগরি সহায়তাকারীদের ভিসাও হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে—we’re still waiting for a public IP. ওখানে প্রাইভেট আইপি সহজে মেলে, কিন্তু পাবলিক আইপি পেতে একটু দেরি হচ্ছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যে আমরা পাবলিক আইপি পেয়ে যাব।
তিনি আরও জানান, একবার আইপি পাওয়া গেলে প্রস্তুত জনবল পাঠাতে ১০ থেকে ১২ দিন লাগবে।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর আরও জানান, প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্প্রসারণে নতুন করে পাঁচটি দেশে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরপরই এসব দেশে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ইন্টিগ্রেশনের কাজ শুরু হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলসের পাশাপাশি নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতেও ভোটার নিবন্ধন শুরু করার অনুমতি মিলেছে। নিউইয়র্কের বৃহৎ প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি জানান, এখন পর্যন্ত বিশ্বের ৯টি দেশে মোট ৪৮ হাজার ৮০ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন। এর মধ্যে ১৭ হাজার ৩৬৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশন আশা করছে, শিগগিরই প্রযুক্তিগত সমস্যাগুলো কাটিয়ে জাপানসহ সব দেশে নিবন্ধন কার্যক্রম পুরোদমে শুরু করা যাবে।