ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

ফাইল ফটো

 

জামালপুর সদর উপজেলার নান্দিনায় যুবকের ছুরিকাঘাতে শাওন (১৮) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শাওন মারা যায়। 

 

নিহত শাওন নান্দিনা গ্রামের গোলাম মোস্তফা ওরফে মুক্তির ছেলে। তারা দুই ভাই এবং নান্দিনা ময়নামতি মার্কেটে একটি গার্মেন্টেসের কর্মচারী ছিল শাওন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে শাওন তার এক বন্ধুকে নিয়ে নান্দিনা নেকজাহান রোডে শাহীন স্কুলের সামনের সিঁড়িতে বসে মোবাইল চালাচ্ছিল। এমন সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মুক্তার হোসেন বসার ছেলে নান্দিনা বাজারে কাঁচামালের কুলি শহিদুল ইসলাম শহিদ (২৫) ধারালো ছুরি নিয়ে অতর্কিতভাবে শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।

 

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শাওনকে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টায় হাসপাতালে শাওন মারা যায়।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ কদর মেম্বার ও স্থানীয় বাসিন্দা মানিক বলেন, গত ১০ থেকে ১২দিন আগে শাওনের সঙ্গে শহিদের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে আমরা গ্রাম্য শালিস বসিয়ে বিষয়টি মীমাংসা করি। কিন্তু ঐ ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। শাওনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামিনে মুক্তি পেলেন মামুন হাসান

» রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধান না থাকা দেশের জন্য ‘কঠিনতম সংকট’

» জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন: জাহিদ

» ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

» বেগুনি শাড়িতে জয়ার চমক, ‘লাক্স সুপারস্টার’ নিয়ে দিলেন সুখবর

» মাদক কেনার টাকা না পেয়ে ফুপুকে গলা কেটে হত্যার আভিযোগে ভাতিজা আটক

» গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল

» মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ব্যক্তিদের বার্তা দিতেই মব হয়েছে : মাসুদ কামাল

» ‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

» মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কি সন্ত্রাস? : সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

ফাইল ফটো

 

জামালপুর সদর উপজেলার নান্দিনায় যুবকের ছুরিকাঘাতে শাওন (১৮) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শাওন মারা যায়। 

 

নিহত শাওন নান্দিনা গ্রামের গোলাম মোস্তফা ওরফে মুক্তির ছেলে। তারা দুই ভাই এবং নান্দিনা ময়নামতি মার্কেটে একটি গার্মেন্টেসের কর্মচারী ছিল শাওন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে শাওন তার এক বন্ধুকে নিয়ে নান্দিনা নেকজাহান রোডে শাহীন স্কুলের সামনের সিঁড়িতে বসে মোবাইল চালাচ্ছিল। এমন সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মুক্তার হোসেন বসার ছেলে নান্দিনা বাজারে কাঁচামালের কুলি শহিদুল ইসলাম শহিদ (২৫) ধারালো ছুরি নিয়ে অতর্কিতভাবে শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।

 

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শাওনকে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টায় হাসপাতালে শাওন মারা যায়।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ কদর মেম্বার ও স্থানীয় বাসিন্দা মানিক বলেন, গত ১০ থেকে ১২দিন আগে শাওনের সঙ্গে শহিদের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে আমরা গ্রাম্য শালিস বসিয়ে বিষয়টি মীমাংসা করি। কিন্তু ঐ ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। শাওনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com