সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : একেবারেই দোড়গোড়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের নবম আসরের। এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে বাংলাদেশ দল উড়াল দেয় দুবাইয়ের উদ্দেশে।
এদিকে, দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে দল, পেসার নাহিদ রানা জানালেন, ভালো কিছুই হবে। টিম বাস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত, পুরো দলকেই লেগেছে বেশ ফুরফুরে। বড় টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী থাকা বেশ জরুরি।
আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। এবারের আসরে গ্রুপ ‘এ’ তে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আজকে। হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত। দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।