চুলের বৃদ্ধির জন্য সম্প্রতি প্যারাসুট অ্যাডভান্সড অনিয়ন হেয়ার গ্রোথ অয়েল নিয়ে এসেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
নতুন এই অয়েলটিতে পেঁয়াজের নির্যাস ও ভিটামিন ই-এর ব্যবহারে নারিকেল তেলের গুণকে আরও সমৃদ্ধ করা হয়েছে।
চুল বৃদ্ধির কাজে বছরের পর বছর ধরে দারুণ উপকারি এক উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজের রস। তবে পেঁয়াজের কটু গন্ধ এবং এই রস তৈরির ঝুটঝামেলার কারণে এর ব্যবহার মানুষের কাছে বেশ কঠিন মনে হয়।
ফুলের সুবাসযুক্ত সম্পূর্ণ নতুন ফর্মুলার এই অনিয়ন অয়েলটি দীর্ঘদিনের এই সমস্যার একটি সহজ সমাধান।