ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে বাবা-ছেলেকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত লতিফ খান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী বাবুল হাওলাদার বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১দিকে ওই গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনায় শুকিয়ে মজুত করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরির ঘটনা ঘটে। ওই শিশুর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে ও তার বাবা মো. বাবুল হাওলাদারকে বাড়ি থেকে লতিফ খানের বাড়িতে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর লতিফ ও স্থানীয় কয়েকজন মিলে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে তাদের শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালান।
রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেন। এরপর সারারাত গাছের সঙ্গে তাদের বেঁধে রাখা হয়। সোমবার সকালে এলাকায় এ ঘটনা জানাজানি হয়। তখন অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান।