ফাইল ছবি
অবশেষে দেশে চালু হলো মোবাইল ইন্টানেট। আজ বিকাল ৩টা থেকে ফোরজি সেবা চালু হয়।
আজ সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, আজ বিকাল ৩টা থেকে ফোরজি সেবা চালু হবে। পরবর্তীতে ৫জি সেবাও চালু করা হবে।
তিনি বলেন, সম্প্রতি মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকই এই সুবিধা পাবেন।