প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে: মোদি

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট: জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহতের ঘটনার দুদিন পর অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।’

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে তার ভাষণ শুরু করেন।

 

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, পাহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে, তাতে পুরো দেশ বেদনার্ত। পুরো দেশ শোকাহত পরিবারের সঙ্গে আছে। সরকার আহতদের সুস্থতা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ জীবনসঙ্গী হারিয়েছে। কেউ বাংলায় কথা বলেছে, কেউ কন্নড় ভাষায় কথা বলেছে, কেউ মারাঠি, কেউ ওড়িয়ায় কথা বলেছে, কেউ গুজরাটি ভাষায় কথা বলেছে এবং কেউ বিহারের ছেলে।

 

তিনি বলেন, ‘কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ বিরাজ করছে। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপর নয়, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেসব সন্ত্রাসবাদীরা এই হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসের আশ্রয়স্থলের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে। ১৪০ কোটি মানুষের ইচ্ছা সন্ত্রাসের কোমর বেঙে দেবে।

 

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সমগ্র বিশ্বকে বলছি। ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। সন্ত্রাসবাদের মাধ্যমে কখনো ভারতের চেতনা ভাঙা যাবে না। সন্ত্রাসবাদের শাস্তি হবে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে। ’

 

শেষে তিনি বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমাদের সাথে দাঁড়িয়েছেন।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: তাহের

» ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮১১ জন আসামি গ্রেফতার

» নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা

» ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয়

» জুলাই শহীদদের স্মরণে গণসংহতির শ্রদ্ধা, সরকারকে সতর্ক করলেন সাকি

» ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

» ১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

» জুলাই গণহত্যা : শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানি সোমবার

» ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে: মোদি

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট: জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহতের ঘটনার দুদিন পর অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।’

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি নীরব শ্রদ্ধা জানিয়ে তার ভাষণ শুরু করেন।

 

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, পাহেলগামে সন্ত্রাসীরা যে নির্মমভাবে নিরীহ পর্যটকদের হত্যা করেছে, তাতে পুরো দেশ বেদনার্ত। পুরো দেশ শোকাহত পরিবারের সঙ্গে আছে। সরকার আহতদের সুস্থতা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কেউ ছেলে হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ জীবনসঙ্গী হারিয়েছে। কেউ বাংলায় কথা বলেছে, কেউ কন্নড় ভাষায় কথা বলেছে, কেউ মারাঠি, কেউ ওড়িয়ায় কথা বলেছে, কেউ গুজরাটি ভাষায় কথা বলেছে এবং কেউ বিহারের ছেলে।

 

তিনি বলেন, ‘কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ বিরাজ করছে। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপর নয়, দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেসব সন্ত্রাসবাদীরা এই হামলা চালিয়েছে এবং যারা এর পরিকল্পনা করেছে তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। সন্ত্রাসের আশ্রয়স্থলের যা কিছু অবশিষ্ট আছে তা ধ্বংস করার সময় এসেছে। ১৪০ কোটি মানুষের ইচ্ছা সন্ত্রাসের কোমর বেঙে দেবে।

 

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সমগ্র বিশ্বকে বলছি। ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। সন্ত্রাসবাদের মাধ্যমে কখনো ভারতের চেতনা ভাঙা যাবে না। সন্ত্রাসবাদের শাস্তি হবে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই আমাদের সঙ্গে আছে। ’

 

শেষে তিনি বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি বিভিন্ন দেশের জনগণ এবং তাদের নেতাদের ধন্যবাদ জানাই যারা এই সময়ে আমাদের সাথে দাঁড়িয়েছেন।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com