আসাদ হোসেন রিফাতঃ গাজীপুরের সাংবাদিক তুহিনের খুনিদের ফাঁসি ও সাংবাদিক সরক্ষা আইনের দাবিতে সাংবাদিকদের আন্দোলনে উত্তাল লালমনিরহাট।
শনিবার (৯ আগস্ট) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেট ও জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে পৃথক মানববন্ধনে এ দাবি করেন সাংবাদিকরা।
গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যের হত্যা করেছে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় দায়ের করা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ৭জনকে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে সারাদেশের মত আন্দোলনে নেমে পড়েছেন লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা। শনিবার জেলার দুইটি স্থানে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক তুহিনসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার করে সাংবাদিক সুরক্ষার আইন প্রনায়নের দাবি জানান সাংবাদিক নেতারা।
হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসাইন সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত,হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, দৈনিক পরিবেশের প্রতিনিধি নিশাত হোসেন ফারুক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, নিউজ২৪ এর প্রতিনিধি রবিউল হাসান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন’সহ আরও অনেকে।
Facebook Comments Box