লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। গণ অভ্যূত্থানের বর্ষপূর্তিতে জামালপুরের ইসলামপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) পৌর শহরের থানা মোড়স্থ সিরাজাবাদ সড়ক সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। তিনি আগামী নির্বাচন হবে জনগনের সুখ বার্তার কথা উল্লেখ করে বিবেধ ভূলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, যুবদলের আহবায়ক শেখ হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমূখ।
সমাবেশ শেষে সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box