সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিচারের দাবিতে এ কর্মসূচি দেয়।
শিক্ষার্থীরা বলেন, ‘আজকে আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের সকল ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এ ব্যাপারে উন্নীত হয়েছি যে আজকের ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুষ্ঠু সমাধান না করলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। যদি ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ব্যাপারে ব্যবস্থা গ্রহন না করে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে নিয়ে এহেন অপকর্মের বিরুদ্ধে গিয়ে শহিদ সাজিদ একাডেমিক ভবন বন্ধ করে দিবো।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমাদের দুইজন শিক্ষকের উপর একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের পরিচালক, অন্যজন সহকারী প্রক্টরসহ শিক্ষার্থীদের উপর ঘটে যাওয়া হামলার ব্যাপারে আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে দু’জন শিক্ষকের উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ছাড়া নির্লিপ্ততা ও শিক্ষক সমিতির কোনো ধরনের বিবৃতি না দেওয়া আমাদের ব্যথিত করেছে এবং এধরনের অমেরুদণ্ডী কাজের জন্য নিন্দা জানাই। যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাবো।
উল্লেখ্য, গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের দুইজন শিক্ষক সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের উপর হামলা করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।