সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :কুয়েত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুয়েত ক্রিকেট গ্রাউন্ড সোলাইবিয়ায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের ২৪টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে আই আই ওয়াই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ এলিভেন।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। ক্রীড়া জগতে অবদান রাখায় বেশ কয়েকজন প্রবাসীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মু. মুনিরুজ্জামান, কাউন্সেলর ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, সংগঠনের উপদেষ্টা হোসেন আহমেদ আজিজ, সংগঠনের সাবেক সভাপতি প্রকৌ. ফরিদ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সারোয়ার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ফুটবল এসোশিয়েশনের সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাসেম এনামসহ কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন।
সূূএ:বাংলাদেশ প্র্রতিদিন