কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও নতুন বাণিজ্যিক সুযোগ অন্বেষণের লক্ষ্যে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (KCCI) সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুয়েত সিটির কেসিসিআই ভবনের আল বুম হলে এ সভা হয়।

 

সভায় অংশ নেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এবং বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা। বাংলাদেশি প্রতিনিধি দলে তৈরি পোশাক, ওষুধ, কৃষি পণ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কোম্পানিগুলো অন্তর্ভুক্ত ছিল। কুয়েতের পক্ষ থেকে কেসিসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কেসিসিআই-এর সহকারী মহাপরিচালক ফিরাস এম. আল-ওদা স্বাগত বক্তব্যে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, এ বৈঠক কেবল ২০১৬ সালে স্বাক্ষরিত সহযোগিতা প্রোটোকলের ধারাবাহিকতা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন অধ্যায়।

 

বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, কৌশলগত অবস্থান, দক্ষ কর্মীবাহিনী ও অবকাঠামোগত উন্নয়নের দিক তুলে ধরেন। তিনি কুয়েতি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং স্বাস্থ্যসেবা, ওষুধ, তথ্যপ্রযুক্তি, চামড়া, প্লাস্টিক ও ভোগ্যপণ্য খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।

 

কুয়েতি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আমদানি সম্প্রসারণ ও আউটসোর্সিং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার কথাও জানান।

 

উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করে বৈঠক শেষ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ–কুয়েত অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।সূূএ : বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু,আহত ১৫

» সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

» রিকশাচালক হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

» উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধ করায় এখন কেউ পিডি হতে চান না

» নেপাল পারলে কেন পারবে না বাংলাদেশ?

» কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা

» শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের

» সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

» ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

» গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও নতুন বাণিজ্যিক সুযোগ অন্বেষণের লক্ষ্যে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (KCCI) সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুয়েত সিটির কেসিসিআই ভবনের আল বুম হলে এ সভা হয়।

 

সভায় অংশ নেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এবং বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা। বাংলাদেশি প্রতিনিধি দলে তৈরি পোশাক, ওষুধ, কৃষি পণ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কোম্পানিগুলো অন্তর্ভুক্ত ছিল। কুয়েতের পক্ষ থেকে কেসিসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কেসিসিআই-এর সহকারী মহাপরিচালক ফিরাস এম. আল-ওদা স্বাগত বক্তব্যে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, এ বৈঠক কেবল ২০১৬ সালে স্বাক্ষরিত সহযোগিতা প্রোটোকলের ধারাবাহিকতা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন অধ্যায়।

 

বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, কৌশলগত অবস্থান, দক্ষ কর্মীবাহিনী ও অবকাঠামোগত উন্নয়নের দিক তুলে ধরেন। তিনি কুয়েতি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং স্বাস্থ্যসেবা, ওষুধ, তথ্যপ্রযুক্তি, চামড়া, প্লাস্টিক ও ভোগ্যপণ্য খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।

 

কুয়েতি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আমদানি সম্প্রসারণ ও আউটসোর্সিং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার কথাও জানান।

 

উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করে বৈঠক শেষ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ–কুয়েত অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।সূূএ : বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com