ছবি সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক :এসি কিনলেও এর সম্পর্কে অনেক তথ্যই রয়েছে যা অনেকেই জানেন নষ স্প্লিট এসির আউটডোর ইউনিট সঠিক কোথায় লাগানো উচিত? কোথায় লাগালে ভালো ঠাণ্ডা হবে ঘর?
আউটটোর ইউনিটের আশপাশের পরিস্থিতি কেমন হওয়া উচিত? তা অনেকরই অজানা।
আউটডোর ইউনিটগুলো একটি বারান্দায়, একটি ছাদে বা একটি বিল্ডিংয়ের পাশে ইনস্টল করা যেতে পারে। সমস্ত বিকল্পগুলো সমান ভালো। কিন্তু, প্রধান শর্ত হল কোনওটিই যেন বায়ুপ্রবাহে বাধা না দেয়। কিন্তু, এর জন্যও কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি।
সাধারণত এসি আউটডোর ইউনিটের সঙ্গে সঠিক বায়ুপ্রবাহ নিশ্চিত করতে চারদিক থেকে ২ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। যখন স্প্লিট এসির আউটডোর ইউনিট দেওয়ালে মাউন্ট করা হয়, তখন যথাযথ বায়ুপ্রবাহের জন্য দেওয়াল এবং সিলিং থেকে কিছুটা জায়গা অবশিষ্ট থাকা উচিত।
আউটডোর ইউনিট স্থাপনের জন্য সর্বোত্তম স্থান হিসাবে বিবেচিত হয় ছাদ। আউটডোর ইউনিট সহজ ভাবে ছাদের উপর স্থাপন করা যেতে পারে। কিন্তু, কেউ যদি প্রথম তলায় থাকে, তাহলে চতুর্থ তলার ছাদে আউটডোর ইউনিট রাখা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। এমন অবস্থায় এটি বারান্দায় রাখা যেতে পারে।
উপরে উল্লেখিত পদ্ধতিগুলো মেনে এসির আউটডোর ইউনিট লাগালে ঘর বেশি ঠান্ডা হয়ে থাকে। একইসঙ্গে এসি ইনডোর ও আউটডোর দুই ইউনিটেরই আয়ু অনেক বৃদ্ধি পায়। এছাড়া বিদ্যুতের বিলও কম এসে থাকে।