সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গত বছরের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে স্লোগানে মুখর করেন পুরো এলাকা—‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’, ‘চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে – স্বৈরাচার স্বৈরাচার’।
আজ সোমবার (১৪ জুলাই) দিনটিকে স্মরণ করে আবারও ‘জুলাই কন্যা দিবস’ আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই আয়োজনের অংশ হিসেবে রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী। এবার তাদের স্লোগানের কণ্ঠে যোগ দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানস্থলে মঞ্চে উঠে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করেন—‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে – স্বৈরাচার, স্বৈরাচার’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার?’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম আকাশজুড়ে রংবেরঙের আলোতে আলোকিত হয়ে ভেসে ওঠে ২ হাজার ড্রোন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা উল্লাসিত ছাত্র-জনতা নিঃশব্দে তাকিয়ে থাকেন আকাশের দিকে। মুহূর্তেই সকলে মোবাইল ক্যামেরা অন করে ধারণ করতে থাকেন সেই দৃশ্য।
ড্রোন প্রদর্শনীতে আলোকচিত্র ও কারুকার্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সময়ের নানা অনিয়ম, নির্যাতন ও নৈরাজ্যের চিত্র। তুলে ধরা হয়—খুন, গুম, ধর্ষণ, লুটতরাজের দুঃসহ অধ্যায়। উজ্জ্বল নক্ষত্রের মতো আকাশে ভেসে ওঠে ১৪ জুলাইয়ের চেতনার প্রতিচ্ছবি।
পর্যায়ক্রমে প্রদর্শিত হয় বিডিয়ার ম্যাসাকার, গুম হওয়া ইলিয়াস আলী, আরমান, মাইকেল ও সুমনের প্রতিকৃতি। তুলে ধরা হয় শাপলা হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, সরকারের মদদে লুটপাটে জড়িত ব্যক্তিদের ছবি, ‘লাইলাতুল ইলেকশন’, ‘পোস্ট ডিলিট করো’, ‘তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’—এমন নানা বার্তা। ‘তুমি কে, আমি কে – জন্মভূমি অথবা মৃত্যু’, ‘শোনো মহাজন, আমরা অনেকজন’—এসব স্লোগান ভেসে ওঠে আকাশজুড়ে।
প্রায় ১০ মিনিটব্যাপী চলা এই প্রদর্শনী শেষ হয় পশ্চিম আকাশে ড্রোনগুলোর ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার মধ্য দিয়ে।