ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক :তামিম ইকবাল হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে কবে বাসায় ফিরবেন আর কবেই বা মাঠে ফিরতে পারবেন তা এখন বড় প্রশ্ন। এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের।
আপাতত এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন তামিম। ২-৩ দিন পর ঘরে ফিরে ঈদের পর উন্নত চিকিৎসার জন্যে বিদেশে রওনা দেবেন তিনি। এমনটা নিশ্চিত করেছেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান। বিসিবির এই বোর্ড পরিচালক বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।
তামিমের ঘটনার বর্ণনা দিতে গিয়ে চাচা আকরাম আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম ইজ নো মোর। এটা কল্পনা করতে পারিনি। কোনও দিন ভাবিনি এ ধরনের খবর শুনব। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি।’
পারিবারিক ভাবেই তামিম ইকবালকে এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখছেন আকরামরা। এভারকেয়ারের চিকিৎসা শেষ হলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আকরাম জানিয়েছেন, ‘আমরা কাউকে ছোট করছি না। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে এভারকেয়ারে আনা কে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা সঙ্গত কারণেই। আপনারা তো দেখেছেনই ওখানে কত লোক আসছিল, একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আবার চিকিৎসা পরবর্তী অনেক ব্যাপার থাকে, সেসব চিন্তা করতে হয়েছে। তো আগে যে অবস্থা আছে এখান থেকে সেরে উঠুক এরপর আমরা বিদেশে নেওয়ার প্রয়োজন হলে নেব।’