ইসি কারো কাছে আত্মসমর্পণ করেনি : রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আচরণবিধি পালনের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে। তবে যদি নির্বাচনী পরিবেশ গড়ে না উঠে, যদি মনে হয় ভোটে বিঘ্ন হচ্ছে তাহলে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে সেই পর্যায়েই ভোট বন্ধ করে দেওয়া হবে। গাইবান্ধার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) কারো কাছে আত্মসমর্পণ করেনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েনি। নির্বাচন কমিশন ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত।

 

আজ (১৯ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে ইভিএম নিয়ে অনাস্থা আনার মতো কোনো ঘটনা ঘটেনি।

 

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।

 

উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শঙ্কার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে। তারা সচেষ্ট থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই বিঘ্ন না ঘটে। নির্বাচন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি যাতে কোনোভাবেই তৈরি না হয়। আমরা আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে।

রাশেদা সুলতানা বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীদের মধ্যে দু-এক জন প্রার্থী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব প্রমুখ।

 

উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি, বাছাই করা হয় ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল শুরু

» তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ইউএনও

» লালমনিরহাটে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু

» ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের সাথে প্রতারণার চেষ্টা

» দেশ ও জনগণের জন্য কাজ করুন, আ.লীগ নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

» প্রতিক্রিয়াশীল চক্র গণতন্ত্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে : পরশ

» আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» বন্দনা করা ছাড়া জাপার কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

» বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের

» থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা

উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসি কারো কাছে আত্মসমর্পণ করেনি : রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আচরণবিধি পালনের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে। তবে যদি নির্বাচনী পরিবেশ গড়ে না উঠে, যদি মনে হয় ভোটে বিঘ্ন হচ্ছে তাহলে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে সেই পর্যায়েই ভোট বন্ধ করে দেওয়া হবে। গাইবান্ধার ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) কারো কাছে আত্মসমর্পণ করেনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েনি। নির্বাচন কমিশন ৩০০ আসনে ভোট করতে প্রস্তুত।

 

আজ (১৯ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, কতিপয় রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে। তবে ইভিএম নিয়ে অনাস্থা আনার মতো কোনো ঘটনা ঘটেনি।

 

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।

 

উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শঙ্কার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে। তারা সচেষ্ট থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই বিঘ্ন না ঘটে। নির্বাচন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি যাতে কোনোভাবেই তৈরি না হয়। আমরা আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে।

রাশেদা সুলতানা বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীদের মধ্যে দু-এক জন প্রার্থী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব প্রমুখ।

 

উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি, বাছাই করা হয় ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। (দপ্তর সম্পাদক)  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com