লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকালে পৌর শহরের মন্ডলপাড়া জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,সহ সভাপতি ফেরদৌস সরকার, সাইফুল ইসলাম আরজু,যুগ্ম,সম্পাদক মমতাজ ফকির, তথ্য বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ,জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক আবু তাহের, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জামাল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় নেতারা দলের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দলকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
মরহুম সাবেক রাস্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box