ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আ. ম ফারুক সোমবার রাত ১২ দিকে জানান, কতিপয় দুষ্কৃতিকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে গত ২৩ মার্চ বিকালে র্যাব-১৫ সিপিএসসি এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২ জন নারীসহ ৩ জনকেআরাকান আর্মির ইউনিফর্ম ৬০ জোড়া ইউনিফর্ম, নগদ টাকা ও ৪টি মোবাইলসহ গ্রেফতার করে। নুর মোহাম্মদ (৫০) নামের এক জন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো উখিয়ার শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ইকবাল হাসান (১৪)
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, পলাতক নুর মোহাম্মদ এর নেতৃত্বে তারা এই ইউনিফর্ম গুলো তৈরি করে এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।