ফাইল ফটো
আরও সাতটি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়াসাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের অনুমতি পাওয়া পোর্টালগুলো হলো, ম্যাজিকবাংলাটিভি ডটকম, রাজনীতি ডটকম, বাংলাদেশটাইমস ডটকম, জনতার আদালত ডটকম, সিমিনিউজ ডটকম, এমকেপ্রতিদিন ডটকম, সিটিজিনিউজ ডটকম।
অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিক থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। ইতোমধ্যে কয়েক দফায় কয়েকশ অনলাইন নিউজপোর্টাল এবং পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই প্রক্রিয়া চলমান রয়েছে।