সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : দেবমাল্যের সঙ্গে মধুমিতা সরকারের প্রেমের কথা টলিউডে কারু অজানা না। তারাও রাখঢাক রাখেননি। এরইমধ্যে দিয়েছেন বিয়ের ঘোষণা। এবার জানা গেল সে বিয়ের দিনক্ষণ। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দেবমাল্যর ঘনিষ্ঠ এক ব্যক্তির দাবি, ”মধুমিতা আর দেবমাল্য সামনের বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। জানুয়ারি মাসে হবে বিয়ে। এখনও পর্যন্ত তাই ঠিক রয়েছে। ডিসেম্বর মাসে ওদের বাড়িতে অন্য একটা অনুষ্ঠান হওয়ার কথা।”তবে এ নিয়ে মধুমিতা-দেবমাল্য কোনো কথা খরচ করেননি।
এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। ছোটপর্দার সৌরভ চক্রবর্তীর সঙ্গে বাঁধা পড়েছিলেন সাতপাকে। তবে সে সংসার টেকেনি। প্রেম করে বিয়ে করলেও তা ভেঙে যায় অশান্তির হানায়।
এরপরই দেবমাল্যের সঙ্গে জড়ান মধুমিতা। তাকে নিয়ে মধুমিতা লিখেছিলেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়। তখন আমাদের এতো যোগাযোগ ছিল না। এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’