ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার গভীর রাতে গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন- তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।