সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : পর্দায় অভিনয়কে জীবন্ত করে তোলার পেছনে নায়ক-নায়িকার ভূমিকা অনস্বীকার্য। বলিউড-হলিউডের এমন অনেক অভিনয়শিল্পী আছেন যারা জনপ্রিয়তা পেয়েছেন ঠিকই। তবে দীর্ঘ ক্যারিয়ারের যতটা জনপ্রিয়তা অর্জান করতে চেয়েছিলেন, ঠিক ততটা জনপ্রিয়তা পাননি। এর অন্যতম কারণ হিসেবে অনেকেই মনে করেন, পর্দায় অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে অভিনয়ে আপত্তি।
অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন সোনাক্ষী সিনহা, মৃণাল ঠাকুর, প্রিয়াঙ্কা চোপড়া, নীল ম্যাকডোনাফ, কারিনা কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
সোনাক্ষী সিনহা
‘দাবাং’ দিয়ে ক্যারিয়ার শুরু, এরপর দর্শকদের উপহার একগুচ্ছ সিনেমা উপহার দিয়েছেন সোনাক্ষী সিনহা। তবে পর্দায় তাকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি, চুম্বন দৃশ্যও অভিনয় করেননি। এমনকি পর্দায় কী পোশাক পরবেন তা নিজেই ঠিক করেন। স্ক্রিপ্ট পছন্দ হওয়ার পরেও অন্তরঙ্গ দৃশ্যের কারণে কাজ ছেড়েছেন তিনি।
এ প্রসঙ্গে সোনাক্ষী সিনহা এক সাক্ষাৎকারে বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমি স্বস্তিবোধ করি না। আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ধরনের দৃশ্য অভিনয় না করেও কাজ করা যায়। শিল্পী হিসেবে আমার যদি কোনো কিছুতে অস্বস্তি হয়, সেটা অবশ্যই এড়িয়ে যেতে পারি। আমি এটাই করি।’
মৃণাল ঠাকুর
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে পড়ার অন্যতম কারণ অন্তরঙ্গ দৃশ্যে সক্রিয় না হওয়া। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হতো তার। এ কারণে কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলন। এরপর ধীরে ধীরে বলিউড থেকেও কাজের প্রস্তাব কমতে থাকে তার। অভিনেত্রী ভাষ্য, ‘মা-বাবা পর্দায় মেয়ের চুমুর দৃশ্য দেখতে পারবেন না । এ চিন্তা থেকেই অন্তরঙ্গ দৃশ্যের ছবিতে কাজ করিনি।’
প্রিয়াঙ্কা চোপড়া
প্রায় এক দশক আগে বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউড সিনেমার দর্শক মাতাচ্ছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে আপত্তির কারণে বলিউড সিনেমায় কাজ কমতে থাকেই হলিউডে পাড়ি দিয়েছিলেন বলেই গুঞ্জন। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বেশ বিব্রত বোধ করতেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর বলেন, অন্তরঙ্গ দৃশ্যে বেশ অস্বস্তিকর। প্রায় একশো লোকের সামনে অন্তরঙ্গ মুহূর্তের অভিনয় করা যথেষ্ট চ্যালেঞ্জের। ওটা এমন এক দৃশ্য যার শ্যুটিং যত তাড়াতাড়ি সম্ভব শেষ হলে যেন হাঁফ ছেড়ে বাঁচা যায়। এ কারণে বহু সিনেমার কাজ ছেড়ে দেন অভিনেত্রী।
নীল ম্যাকডোনাফ
হলিউড অভিনেতা নীল ম্যাকডোনাফ পর্দায় তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে চুম্বন করতে রাজি না হওয়ায় একবার তাঁকে সিনেমা থেকেই বাদ দেওয়া হয়। নিজের স্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে তিনি সব সময় পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। এই সিদ্ধান্তের কারণে তাঁকে দীর্ঘ সময় ‘কালো তালিকাভক্ত’ থাকতে হয়েছে।
কারিনা কাপুর
২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখনে তিনি। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে কাজ করছেন। তবে অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়নি অভিনেত্রীকে। অভিনেত্রী কেন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না তা জানিয়েছেন গণমাধ্যমকে। কারিনার ভাষ্য, ‘আমি মনে করি গল্পকে এগিয়ে নেওয়ার জন্য অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজন নেই। আমি পর্দায় কখনও অন্তরঙ্গ দৃশ্য কাজ করিনি, আর করবও না। পর্দায় দেখানোর আগে আমাদের গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত। আমরা এখনও ততটা খোলা মনের নই।’ অন্তরঙ্গ দৃশ্য অভিনয়ের প্রস্তাব আসায় নিজেই অনেক কাজ ছেড়েছেন।