নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও এনএসআই। মূর্তিটির ওজন ১০০ কেজি।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ওই পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে ওই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের দুই সদস্যকে।
আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।