কক্সবাজারের উখিয়া উপজেলায় ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ রাশেদা বেগম (৩৫) ও জোলেখা বেগম (২২) নামে দুই বোনকে আটক করেছে র্যাব।
আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার পালংখালী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রাশেদা বেগম থাইংখালী রহমতের বিল এলাকার আবুল বশরের স্ত্রী ও তার বোন জোলেখা বেগম মো. জুবায়েরের স্ত্রী।
আবু সালাম চৌধুরী জানান, পালংখালী বাজারের উত্তর পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুই বোনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দুই বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জাল নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে।