গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে ১,৩৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১।
গ্রেফতার যুবক হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মান্দাইল গ্রামের আব্দুল আজিজের ছেলে বুলবুল আহমেদ (৩৬)। তিনি উপজেলার মৌচাক বাজার এলাকার আবুল হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
র্যাব-১ জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বুধবার দুপুরে কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল আভিযানিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সফিপুর জেনারেল হাসপাতালের ও আব্দুল আজিজের ১০ তলা বিল্ডিংয়ের গেটের সামনে ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় বুলবুল আহমেদ নামে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ওই এলকায় মাদক ব্যবসা করছেন বলে তিনি স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলা ও অনন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। ,